দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- রাজ্যে ক্ষমতায় না থাকলেও, বীরভূম জেলার ১১ টি বিধানসভার মধ্যে একমাত্র দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা নিজের হাতে দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রঞ্জন বাজারে ড্রেনগুলোতে ব্লিচিং দিয়ে স্যানিটাইজেশন করলেন।
পাশাপাশি,এলাকার জনগণকে মাস্ক বিতরণ করলেন। এদিন তাঁর সাথে ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর শহর মণ্ডলের যুব মোর্চার সভাপতি বাসুদেব দাস, সাধারন সম্পাদক বিনয় কুমার মণ্ডল সহ বিজেপির নেতা কর্মীরা।তিনি বলেন, এই করোনা অতিমারীর সময় আমরা মানুষকে সচেতন করছি,সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতে বলছে,মাস্ক পড়তে বলেছি।পাশাপাশি যে সমস্ত ড্রেনগুলো অপরিষ্কার রয়েছে সেগুলো আমরা ব্লিচিং দিয়ে স্যানিটাইজেশন করলাম।পৌরসভাকেও আহ্বান জানান এলাকা স্যানিটাইজেশন করার জন্য।