তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-কাঁকসার পানাগড় গ্রামে বিজেপি নেতার বিরুদ্ধে NREGS প্রকল্পে তৈরি হওয়া পুকুরের ঘাট ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো। এই বিষয়ে গ্রামের বাসিন্দারা কাঁকসার বিডিও,কাঁকসা থানা ও কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে স্বারকলিপি জমা দিয়েছেন পানাগড় গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ গত কয়েকদিন আগে গ্রামেরই বাসিন্দা তথা বিজেপি নেতা নিত্যগোপাল শুকুল জনসাধারণের জন্য ব্যাবহৃত পুকুরের বাঁধানো ঘাট ভেঙে দেয়। ওই পুকুরের উপরে নির্ভরশীল পানাগড় গ্রামের প্রায় ৮০টি পরিবার। পুকুরের জল ব্যবহার করতে না দেওয়ার জন্য NREGS প্রকল্পের টাকায় তৈরি ঘাট টি ওই বিজেপি নেতা ভেঙে দেন।
অপর দিকে ওই বিজেপি নেতা নিত্যগোপাল শুকুল জানিয়েছেন তাঁর দাদা গত কয়েক দিন আগে কোভিড আক্রান্ত হয়ে মারা যায়। সেই সময় গ্রামের কয়েকজন তৃণমূলের কর্মীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের পুকুরের জল ব্যবহার করতে দেয় নি। তার ফলে রোষের কারণেই তারা পুকুরের ঘাট ভেঙেছেন।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গ্রামের মানুষ তাদের কাছে অভিযোগ করেছিলেন। গ্রামের আনুষকে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে।সেই মতো গ্রামের মানুষ অভিযোগ জানিয়েছেন। প্রশাসন প্রশাসনের মত কাজ করবে।