নীলেশ দাস,আসানসোল:- করোনা অতিমারিতে অতিষ্ট দেশ থেকে রাজ্য। করোনার কারণে বহু মানুষ হয়েছে কর্মহীন। দৈনিক রোজগার নেই বলতে গেলে চলে দেশ থেকে শুরু করে রাজ্যে।আর এই পরিস্থিতিতে আসানসোলের কুলটির যৌন কর্মীদের পাশে দাড়ালো আসানসোল পৌরনিগম।
বুধবার সকালে এক হাজার বস্তা চাল নিয়ে যৌন কর্মীদের হাতে তুলে দিল আসানসোল পৌরনিগমের পৌর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন পৌর প্রশাসক বোর্ডের সদস্য মির হাসিম। এদিন আসানসোল পৌরনিগমের পৌরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন,আমরা এই করোনার সময় মানুষকে অক্সিজেন মাস্ক, স্যানিটাইজার এইসব বিতরণ করেছি,এর পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিলাম,এই লকডাউনের সময়ে অনেক মানুষের অসুবিধা হয়, বিশেষ করে এখনকার মানুষদের।
তাই তাদের কথা ভেবে পৌরনিগমের মাধ্যমে চাল দেওয়ার ব্যাবস্থা করেছি।এবং আগামী দিনে বিশেষ বার্তা নিয়ে এলাম,মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মহিলাকে বলেছিল পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিদের এক হাজার টাকা করে এবং যাদের রেশন নেই তাদের পুনরায় রেশন পাঠিয়ে দেব,না হয় ব্যাংকের মাধ্যমে টাকা হোক কিংবা বাড়িতে বাড়িতে রেশনের ব্যাবস্থা করে দেব। এই বার্তাটা এনাদের কাছে দিতে এলাম।
অন্যদিকে, এক যৌন কর্মী বলেন,বিশেষ করে এই নিষিদ্ধ পল্লীতে গরীব মেয়েদের জন্যে সবথেকে ভালো হলো। আগের লকডাউনে অনেক সাহায্য পেয়েছি,এখনকার মেয়েরা বুঝতেই পারিনি যে এখানে লকডাউন হয়েছে। তবে আমরা খুব খুশি,এর পাশাপাশি যদি এখানে পরিষ্কার পরিছন্ন থাকে তাহলে আরো ভালো হয়।