নীলেশ দাস,আসানসোল:- দেশের প্রত্যেকটা জায়গায় যখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে চলছে আহাকার তখনই আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে করা হচ্ছে করোনা আক্রান্তদের অক্সিজেন পৌছে দেওয়ার ব্যবস্থা ।আগামীকাল অর্থাৎ রবিবার থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানালেন পৌরপ্রশাশক অমরনাথ চট্টোপাধ্যায়।জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী আসানসোল শহরেও করোনা আক্রান্তের গ্রাফ উর্দ্ধমুখি।এমতাবস্থায় আসানসোলে করোনা আক্রান্তদের পাসে দাঁড়াতে পৌর নিগমের পক্ষ থেকে একটি হেল্প লাইন নম্বর চালু করা হচ্ছে।অক্সিজেনের প্রয়োজন হলে সেখানে ফোন করে যোগাযোগ করা যাবে । এদিন অমরনাথনাথ বাবু বলেন, আমাদের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী মলয় ঘটক ফোন করে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আসানসোল তথা সারা রাজ্যের মানুষের করোনার সংকটে অক্সিজেন অভাব যেনো না আসে সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন।তাই আপাতত ৩০ টি সিলিন্ডার আনা হয়েছে।হেল্প লাইন নম্বরে ফোন করলে আগামী কাল থেকেই এই পরিষেবা পাবে আসানসোলের মানুষ ।