প্রতিনিধি,দুর্গাপুর:-ভোট-পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে এবার পথে নামল ভারতীয় জনতা পার্টি। দুর্গাপুর পশ্চিম এর বিধায়ক লক্ষণ ঘড়ুই এর নেতৃত্বে এদিন দূর্গাপুর থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। লক্ষণ বাবুর অভিযোগ, শহরের লাগামহীন সন্ত্রাস চলছে। পুলিশ প্রশাসনসহ তৃণমূল নেতৃত্বের কাছে তিনি আবেদন জানান এই সন্ত্রাস বন্ধের। লক্ষণ বাবুর অভিযোগ, বহু বিজেপি কর্মী আতঙ্কে ঘরছাড়া, তারা কোথায় কি অবস্থায় আছে কোন হদিস নেই। বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, যদি অবিলম্বে এই সন্ত্রাস বন্ধ না হয় তাহলে আগামী দিনে পথ অবরোধ সহ নানা প্রতিরোধ গড়ে তোলা হবে, এবং সে ক্ষেত্রে কোন অশান্তি হলে তার দায় প্রশাসন সহ তৃণমুলকেই নিতে হবে।