তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শনিবার ভোরে কাঁকসার শ্রীলামপুরে আগুনে ভস্মীভূত পুড়ে ছাই হলো একটি ওষুধের দোকান।শনিবার ভোরে খবর পেয়ে ছুটে আসেন ওষুধ দোকানের মালিক। তিনি জানিয়েছেন স্থানীয়রা ওষুধ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে এরপরই তাকে ফোন করলে তিনি এসে দেখেন আগুন জ্বলতে ।
শর্ট সার্কিট এর ফলেই দোকানে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান।স্থানীয়দের তৎপরতায় প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন স্থানীয়রা। দোকান মালিক জানিয়েছেন আগুনে ভস্মীভূত হয়ে গেছে প্রায় লক্ষাধিক টাকার ওষুধ।