এক ব্যবসায়ীকে গুলি করলো দুস্কৃতিরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বর্ধমান শহরের টিকরহাট মালিরবাগানে।গুরুতর জখম লিটন মজুমদারের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
লিটন মজুমদারের বর্ধমানের কল্যাণী মার্কেটে ওষুধের পাইকারী ব্যবসা আছে। গতকাল রাতে দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ির ফেরার সময় একেবারে বাড়ির সামনে তাঁকে তিনজন দুস্কৃতি ঘিরে ধরে। তাঁর কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। লিটন মজুমদার বাধা দিলে তাঁর পেটে গুলি করে ব্যাগ নিয়ে দুস্কৃতিরা চম্পট দেয়।জখম লিটন মজুমদারকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ যায়।তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।