বিস্ফোরণের পর এবার বোমা উদ্ধার পূর্ব বর্ধমানের গলসিতে। বুধবার গলসি ২ নম্বর ব্লকের মসজিদপুর গ্রামে বোমা উদ্ধার করে পুলিশ। মসজিদপুর গ্রাম পেরিয়ে রক্ষাকালী খেলার মাঠে যাওয়ার পথে রাস্তার পাশে একটি জমিতে রাখাছিল বোমাগুলি। তিল জমিতে একটি সিমেন্টের বস্তায় মধ্যে ভরা ছিল বোমাগুলি। বস্তার ভিতরে থাকায় বোমার সংখ্যা জানা যায়নি। খবর পেয়ে গলসি থানার পুলিশ এসে এলাকা ঘিরে রাখে। বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া ঘটনাস্থল। পাশাপাশি এলাকায় মোতায়েন রাখা হয় পুলিশ। খবর যায় সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়ার্ডে। ঘটনায় গ্রামবাসীরা মুখে কুলুপ এঁটেছে। কে বা কারা ওই বোমা রাস্তার ধারে রেখেছে তার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।