সেফ হোম চালু হল পূর্ব বর্ধমান ভাতারে।সোমবার সেফহোমের উদ্বোধন করেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। ভাতারের মুরাতিপুরের একটি অনুষ্ঠান বাড়িতে ১৫ বেডের সেফহোমের ব্যবস্থা করা হল।
এদিন উপস্থিত ছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী ছাড়াও ভাতার ব্লক আধিকারিক তপন সরকার, ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি, ভাতার পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকুলি সামন্ত ও উপপ্রধান জুলফিকার আলি ।