ওয়েবডেস্ক:- গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির দুই ছাত্র অর্পিত চৌহানও কার্তিক আত্রেয় তৈরি করে ফেলেছে এমন ইলেক্ট্রিক কিট, যা মোটরবাইকের দাম কমিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। দুই ছাত্রের তৈরি ব্যাটারি-চালিত ইলেক্ট্রিক কিট মোটরবাইকে ব্যবহার করা হলে তেলের ব্যবহার কমবে।ফলে মানুষের খরচ অনেকটাই বাঁচবে বলে গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে। তাই এই আবিষ্কারকে যুগান্তকারী বলে আখ্যা দেওয়া হয়েছে।আহমেদাবাদের গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে যে অর্পিত চৌহান ও কার্তিক আত্রেয়র হাতে তৈরি এই ইলেক্ট্রিক কিটে লিড-অ্যাসিডের ৬টি ব্যাটারি থাকবে।
মোটরবাইকের চলাচল সরল করতে ওই কিটে লিথিয়ামও থাকবে বলে জানানো হয়েছে। এক বার চার্জ পেলে ওই ব্যাটারি একলপ্তে ৮০ কিলোমিটার চলবে বলে দাবি করা হয়েছে। মাত্র ২৫ পয়সা খরচ করে ওই কিটে চার্জ দেওয়া যাবে বলেও জানানো হয়েছে। সঙ্গে এও দাবি করা হয়েছে যে ব্যাটারি-চালিত মোটরবাইক শব্দ দূষণ ১০ থেকে ১২ ডেসিবেল কমিয়ে দেবে।একই ফর্মুলা ব্যবহার করে অটো রিক্সা, ট্র্যাক্টর এবং গাড়ির জন্য একই ধরনের কিট তৈরি করা যায় কি না, তা নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের আরও একদল পড়ুয়া গবেষণা শুরু করেছেন বলে খবর।এই আবিষ্কার দেশের অপ্রচলিত শক্তির উৎসের নিরিখে গুরুত্বপূর্ণ হতে পারে বলে দাবি করা হয়েছে।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সময়ে দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ভাবনা ও কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের বৈজ্ঞানিক মহল।