এমনটাই ঘটেছে ব্রিটেনের লুটনের বাসিন্দা জন ব্যাবেজের সঙ্গে। অপরাধটা যদিও তেমন গুরুত্বর নয়। তবুও বাধ্য হয়ে ২০০ টাকার খাবারের জন্য মেটাতে হল জরিমানার দু লাখ টাকা।লুটনের ওই বাসিন্দা জন ব্যাবেজ তাঁর নাতিকে ভালো কিছু খাওয়ানোর জন্য ম্যাকডোনাল্ড থেকে ২০০ টাকার খাবার কিনেছিলেন। তবে সমস্যাটা খাবার নিয়ে নয়, সমস্যাটা হল তাঁর গাড়িকে নিয়ে। ম্যাকডোনাল্ডস থেকে খাবার কেনার পর ওই ব্যক্তি বাড়ি না গিয়ে প্রায় ২ ঘন্টা ধরে ঘুমিয়ে থাকেন তাঁর গাড়ির মধ্যে।আর সেখানেই ঘটে যায় বিপত্তি। ঘুম থেকে উঠে যে তাঁকে এত অঙ্কের টাকা জরিমানা গুনতে হবে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। আর হলও তাই।সেখানকার ম্যাকডোনাল্ডসে কোনও ক্রেতা খাবার কিনতে আসলে তাঁর গাড়ি ফ্রি পার্কিংয়ের জন্য সর্বোচ্চ ১৭ মিনিট সময় দেওয়া হয়।আর সেক্ষেত্রে জন ব্যাবেজ সেই সময় সীমা লঙ্ঘন করে অতিরিক্ত ২ ঘন্টা সেখানে কাটিয়ে ফেলেছেন। ফলে আর যাবেন কোথায়? এখন তাঁকে গুনতে হবে ২,৮০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা দু লাখ টাকার সমান।এই বিষয়ে ৭৫ বয়সী ব্যাবেজ বলেন, ‘ ম্যাকডোনাল্ডসকে জরিমানা মেটানোর জন্য তিনি ইতিমধ্যে ৪ বার নোটিশও পেয়েছেন। তাঁকে দ্রুত জরিমানা মিটিয়ে দেওয়ার অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।তবে হাল ছেড়ে দিতে রাজি নন জন ব্যাবেজ ও তাঁর পরিবার।সামান্য ঘুমের জন্য এতটাকা জরিমানা নেওয়ার বিরোধিতা করেছেন তাঁরা। বিষয়টি কোর্ট অবধিও গড়াবে বলে জানিয়েছেন তিনি।