নীলেশ দাস, আসানসোল:- কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত বেলরুই রাজপুতদের ঐতিহ্যবাহি পুজোর প্রায় ৩০০ বছরের পরম্পরা কে মেনে দশমীর দিন সকালে কলা বউ নিরঞ্জনের পর গান স্যালুট দিয়ে মা দুর্গা কে বিদায় জানালো রায় পরিবারের সদস্যরা।
এই বিদায়ী গান স্যালুটে দেখা যায় যুবক থেকে যুবতীরা বন্দুকের গুলি ফাটিয়ে বিদায় জানাই সকলেই। এই দুর্গাপুজো উৎসব কে আনন্দে ভাগ করে নিতে চাই বেলরুই রায় পরিবারের সদস্যরা। সারা বছর এই দিনটিকে অপেক্ষা করে থাকে তাদের পরিবারের লোকেরা। রায় পরিবারের বিভিন্ন সদস্যরা কর্মক্ষেত্র বাইরে থাকলেও, এই কটা দিন। দূর্গা পূজার দিন তারা নিজের পরিবারের সাথে কাটাই। দূর্গা পূজার এই পাঁচ দিন আনন্দ উপভোগ করেন সবাই মিলে।
রায় পরিবারের সদস্য পূর্ণেন্দু রায় জানান, যে দশমীর দিন বেলরুই রাজপুতরা মা দুর্গা কে গান স্যালুট দিয়ে মা কে বিদায় জানালাম।এটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। এই গান স্যালুট ছেলে মেয়ে উভয় মিলে জানাই।
সাথে আরো জানান যে আমাদের রাজপুত বংশের যে সকল মহিলারা আছেন তাদের নিজ রক্ষার স্বার্থে তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয় ছোট থেকে।