তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিদ্যুৎ পরিষেবার ঠিকমতো না পাওয়ার অভিযোগ তুলে সোমবার রাত্রে দুর্গাপুরের কাঁকসার রঘুনাথপুর মোড়ের কাছে বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে ভাঙচুর চালায় এলাকার মানুষ বলে অভিযোগ।
অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের তিন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। যার মধ্যে এক কর্মীর মাথা ফেটে যায়।
বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন সোমবার রাত্রি ১১ টা নাগাদ হঠাৎ একদল উত্তেজিত মানুষ সাব স্টেশনের ভেতরে ঢুকে অফিসে ভাঙচুর চালায়। তাদের বাধা দিতে গেলে কর্মীরা আক্রান্ত হয়।কি কারনে বিদ্যুৎ দপ্তরে ভাঙচুর এবং হামলা করা হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি।
বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মারধরের ঘটনায় মঙ্গলবার সকাল থেকে কর্ম বিরতির ডাক দিয়েছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছায়।যদিও এই বিষয়ে এখনও কাঁকসা থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গেছে।