সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। গ্রেফতার করলো পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। ধৃত দু'জনকে সোমবার বর্ধমান আদালতে তোলা হয় । ধৃতদের নাম সেখ সুরজ ওরফে রাজা ও রাজু ক্ষেত্রপাল।এদের দু'জনকে হুগলির খানাকুল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে গত ২২ তারিখ রাতে এই মহিলা যখন রাতে একা ছিলেন। তখন এই দুই যুবক তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ হুগলির খানাকুল থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে তোলা হয় ।