সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- সাত সকালেই জাতীয় সড়কে দুর্ঘটনা। মৃত্যু হল ২ ব্যক্তির।দুর্ঘটনায় গুরুতর জখম হয় ২ জন।তাদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় বাসিন্দারা জানান,বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের মিরছোবার কাছে একটি মোটরভ্যানের পিছনে একটি দুর্গাপুরগামী ট্রাক ধাক্কা মারে।দুর্ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। মৃত বা আহতদের নাম বা পরিচয় জানা যায় নি। তবে স্থানীয় বাসিন্দারা জানান, জখম এক যুবক জানায়,তাদের বাড়ি বড়দীঘীতে।
এলাকাবাসীর অভিযোগ পুলিশ দু'ঘন্টা পর আসে দুর্ঘটনাস্থলে। বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান ডানকুনি ২ লেনের রাস্তা বন্ধ করে দেয় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে বর্ধমান থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে মর্গে নিয়ে যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।