সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- শুক্রবারের পর আবার শনিবার সভা হল বর্ধমানে। আসলে বিজেপির পাল্টা সভা করল তৃণমূল। সভার আগে বীরহাটা মোড় থেকে কার্জনগেট পর্যন্ত মিছিল হয়। মিছিলে হাঁটেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস। মিছিল শেষে জমায়েত হয় কার্জনগেট চত্ত্বরে।
সেখানেই বিরোধী দিলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করা হয় তৃণমূলের পক্ষ থেকে। সভায় শুভেন্দুকে এক হাত নেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি নাম না করে বলেন 'শুভেন্দুর উদ্দ্যেশে বলেন, বাংলার একশো দিনের কাজ বন্ধ করে দাও, বাংলার সড়ক যোজনার কাজ বন্ধ করে দিতে বলছে কেন্দ্রকে। এসব করে বাংলাকে আটকানো যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের পাওনা টাকা আমাদের দিতে হবে। শুভেন্দুকে রাজদুলারা বলে এদিন কটাক্ষ করেন চন্দ্রিমা।'
এদিন বক্তব্য শেষে সভা মঞ্চ ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দণ্ডিকাটার ঘটনা নিন্দনীয়। আমরা ইতিমধ্যেই গোটা বিষয়টি দেখতে বলেছি। সভ্য সমাজে এসব মানা যায়না। অন্যদিকে রাজু ঝাঁ মৃত্যুর ঘটনায় অর্জুন সিং এর মন্তব্য নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এটা তার নিজস্ব মতামত।এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ৷ সায়ন্তিকা ব্যানার্জি, দেবাংশু ভট্টাচার্য।