তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে কালি পুজোর আয়োজন করা হয় পানাগড় বাজারের শ্মশান কালি মন্দিরে।পানাগড় বাজারের আগর ডাঙা শ্মশান কালি মন্দিরে পুজোর সূচনার পাশাপাশি একটি ধর্মশালার সূচনা করা হয়।
পানাগড় বাজারের এক ব্যবসায়ী এদিন এই ধর্মশালার সূচনা করেন।জানা গেছে প্রতি বছর চৈত্র মাসের শেষ শনিবার এই শ্মশান কালি মন্দিরে মহা ধুমধামে কালি কালি পুজোর আয়োজন করা হয়।
পুজোর পাশাপাশি ভক্তদের জন্য শনিবার রাতে ও রবিবার সকালে কয়েক হাজার ভক্তের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়।পুজোর পাশাপাশি নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে।