তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এর ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বিকেলে মৌন মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা।এদিন পানাগড় বাজার থেকে মিছিল শুরু করে স্টেশন রোড ঘুরে সমগ্র পানাগড় বাজার পরিক্রমা করে বিজেপির মৌন মিছিল।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, কাঁকসা দু'নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী, বিজেপি নেতা অভিজিৎ চন্দ্র, যুব মোর্চার সভাপতি পঙ্কজ জয়সওয়াল সহ অন্যান্যরা।
ইন্দ্রজিৎ ঢালী বলেন কালিয়াগঞ্জে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নক্কার জনক ঘটনা। দোষীদের কঠোরতম শাস্তির দাবী জানিয়ে তারা সিবিআই তদন্তের দাবি তোলেন।