তনুশ্রী চৌধুরী,পানাগড়:- জলস্বপ্ন প্রকল্পের আওতায় বুধবার বিকালে পানাগাড় বাজারের স্টেশন রোডে সৌর বিদ্যুৎ চালিত সাব মার্শিবল পাম্পের সূচনা করা হলো।এদিন অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সিং, পানাগড় চেম্বার অফ কমার্সের সদস্যরা সহ পানাগড় বাজারের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানিয়েছেন নিত্যদিন স্টেশন রোডে বহু মানুষ কেনা কাটা করতে আসে।এছাড়াও স্টেশন রোডে বহু ব্যবসায়ী আছেন।প্রতি বছর গরমের সময় পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয় সকলকে।
তাই ব্যবসায়ীরা কাঁকসা গ্রাম পঞ্চায়েতের কাছে পানীয় জলের ব্যবস্থার জন্য আবেদন করেন।সেই মত কাঁকসা গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় প্রায় সাড়ে ৩লক্ষ টাকা ব্যায়ে সৌর বিদ্যুৎ চালিত সাব মার্শিবল পাম্পের সূচনা করা হয় আজ।