সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বর্ধমান আরামবাগ রোডের মিরেপোতা বাজারের কাছে চারচাকা বাইক সংঘর্ষ। দুর্ঘটনার পরই বাইকে আগুন ধরে যায়।শনিবার রাতে বর্ধমান আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের রায়না ও মাধবডিহি থানার মাঝখানে মিরেপোতা বাজারের কাছে একটি চারচাকা গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পরই বাইকটি দাও দাও করে জ্বলে ওঠে। বাইকের দুই আরোহী গুরুতর জখন হয়। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে বুলচন্দ্রপুর ক্যাম্পের পুলিশ ও সেহারা বাজার ফাঁড়ির পুলিশ যায়। চারচাকা গাড়িটি আটক করেছে বুলচন্দ্রপুর ক্যাম্পের পুলিশ।