তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো ৪জন জন।ঘটনাটি ঘটেছে আজ ভোর রাত্রে কাঁকসার খাট পুকুর এলাকায় জাতীয় সড়কের উপর।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে কলকাতা থেকে জাতীয় সড়ক ধরে একটি ছোট গাড়ি দুর্গাপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে কয়েক পাল্টি খেয়ে রাস্তার উপরে উল্টে যায়।গাড়িতে থাকা চারজন আহত হয়।দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দের উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।