তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ১৯৩১ সালের ২৩ শে মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসি হয় ভগত সিং, শ্রীরাম হরি রাজগুরু ও সুকদেব থাপরের। তাই আজকের দিনটাকে স্মরণ করে শহীদ ভগত সিং,সুকদেব ও রাজগুরু কে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় পানাগড় বাজারের গুরুদুয়ার থেকে একটি শোভাযাত্রা বের হয়।
গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে আয়োজিত এই শোভাযাত্রায় পানাগড়ের শিখ সম্প্রদায়ের মানুষেরা ছাড়াও তরুণ যুবকরাও উপস্থিত ছিলেন।গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সদস্য হরজিৎ সিং জানান ২৩ শে মার্চ দেশের তিন স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য প্রাণ দিয়েছিলেন।
যাদের বলিদানে আজ দেশের মানুষ স্বাধীন জীবন যাপন করছেন।সেই শহীদ দের শ্রদ্ধা জানাতেই এবং এলাকার মানুষের কাছে আজকের দিবসের গুরুত্ব কি তা তুলে ধরতেই তারা এই আয়োজন করেন। এদিন গুরুদুয়ার থেকে শোভাযাত্রা রনডিহা মোড় হয়ে পানাগড়ের দার্জিলিং মোড় ঘুরে পুনরায় গুরুদুয়ারে শেষ হয়।