তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে ফেনসিডিল পাচারের অভিযোগে কাঁকসার বাঁশকোপা থেকে ৪ জনকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের STF বিভাগের কর্মীরা। ধৃত ৪জনকে সোমবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে সূত্র মারফত খবর পেয়ে রাজ্য পুলিশের STF এর একটি দল আজ ভোর রাত্রে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে দু নম্বর জাতীয় সড়কের উপর দুটি লরিকে আটকে তল্লাশি চালিয়ে ৬হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ধৃতদের গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধৃত চার জনের মুরাদাবাদের বাসিন্দা গুরমিত সিং, বরেলির বাসিন্দা গৌরব শর্মা, মুর্শিদাবাদের বাসিন্দা রুবেল শেখ ও আলামিন শেখ।ধৃতরা জানিয়েছেন তারা ওই ফেন্সিডিলের বোতল কানপুর থেকে কোলকাতা নিয়ে যাচ্ছিলেন। এই টুকু তারা জানেন।
এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তার তদন্তের স্বার্থে পুলিশ হেফাজত চেয়ে সোমবার দুপুরে আসানসোল জেলা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।