তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পথ দুর্ঘটনা রুখতে সোমবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা সচেতনতার প্রচার করেন। প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের সাথে নিয়ে পানাগড়ের দার্জিলিং মোড় থেকে শুরু হয় পদযাত্রা।
পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে পদযাত্রা শেষ হয় কাঁকসার মিনি বাজার এলাকায়।সেফ ড্রাইভ,সেভ লাইফের প্রচারের সাথে এদিন পড়ুয়ারা পথ চলতি মানুষদের রাস্তায় গাড়ি চালানোর সময় কি কি নিয়ম মেনে গাড়ি চালালে দুর্ঘটনার হাত থেকে বাঁচা যায় সেই বিষয়ে সচেতন করেন।
এদিন পদ যাত্রায় যোগ দেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অমর দাস,কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ পুলিশ আধিকারিকরা।পুলিশের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।