তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো একই পরিবারের ৩জন।ঘটনাটি ঘটেছে কাঁকসার মিনিবাজার এলাকায় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর।
স্থানীয় সূত্রে জানা গেছে একই মোটর সাইকেলে ছিলেন কাঁকসার ডাকবাংলো এলাকার এক মহিলা ,এক ব্যক্তি ও এক শিশু।দ্রুত গতিতে ডাম্পার মোটর সাইকেলের পিছনে ধাক্কা মারলে গুরুতর আহত হয় ৩জন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে গুরুতর আহত ৩জনকে মহকুমা হাসপাতালে স্থানান্তর করে।দুর্ঘটনার জেরে মোড় গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন পুলিশ ও এলাকার মানুষ ৩জনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন।তাদের প্রাথমিক চিকিৎসা করে বিধান নগর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।