তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শরবত খেয়ে গুরুতর অসুস্থ হলেন ১২জন।যার মধ্যে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ৭ জন।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসা জুড়ে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত তিন দিন আগে পানাগড় বাজারের একটি ঠেলা গাড়ি থেকে শরবত খান এলাকার বেশ কিছু মানুষ। যাদের মধ্যে অধিকাংশ রয়েছে কিশোর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারপর থেকেই শারীরিক অসুস্থতা শুরু হয়। এরপরই একের পর এক অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হতে থাকে।স্থানীয়দের দাবি একটি ঠেলাগাড়ি থেকে শরবত খাওয়ার পর থেকেই সমগ্র পানাগড় বাজারের অধিকাংশ মানুষ অসুস্থ হয়েছেন। তাদের অনুমান ওই শরবতে এমন কিছু মেশানো হয়েছে যা থেকেই বিষক্রিয়ার ফলে এই ঘটনা ঘটেছে।
শুক্রবার স্থানীয় বাসিন্দারা কাঁকসা থানায় অভিযোগ জানায়।ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানিয়েছেন শুক্রবার সকাল পর্যন্ত মোট সাত জন ভর্তি রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার ফলেই তারা অসুস্থ হয়েছে।গোটা বিষয়ের উপর নজর রাখা হয়েছে।