বিজ্ঞাপন:- AIS 140 VLTD DEVICE এর ডিলারশীপের জন্য যোগাযোগ করুন :- 62949 76213 / 79037 42316 |
তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সোমবার থেকে কাঁকসা ব্লক জুড়ে শুরু হলো রুবেলা ভ্যাকসিনের টিকাকরণ।এদিন কাঁকসা হাই স্কুলে কয়েকশো পড়ুয়াকে টিকা দেওযার প্রক্রিয়া শুরু হয়। কাঁকসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা এদিন পড়ুয়াদের টিকা দেন।সোমবার কাঁকসা ব্লকের যে সমস্ত বিদ্যালয়ে টিকা দেওয়ার শিবির করা হয়েছিলো,প্রতিটি শিবিরে স্বাস্থ্য কর্মীরা ও ব্লক স্বাস্থ্য আধিকারিকরা পরিদর্শন করেন।
কাঁকসা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পল্লব বন্দোপাধ্যায় জানিয়েছেন সরকারের নির্দেশ মত ১মাস থেকে ১৫ বছর বয়স অনুযায়ী সকলকে রুবেলা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে আজ থেকে।প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে ও স্কুলে এই ভ্যাকসিন দেওয়া হবে।
ভ্যাকসিন নেওয়ার ফলে শিশু ও কিশোর কিশোরীরা নিশ্চিন্তে থাকতে পারবেন।কাঁকসা ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিপ্লব মন্ডল জানিয়েছেন।আজ থেকে টিকা দেওয়া শুরু হয়েছে।সকাল ১০ টা থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রায় ৪টা পর্যন্ত এই টাকা দেওয়া হবে।স্কুলের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রেও টিকা দেওয়ার কাজ চলবে।