বিজ্ঞাপন:- AIS 140 VLTD DEVICE এর ডিলারশীপের জন্য যোগাযোগ করুন :- 62949 76213 / 79037 42316 |
নীলেশ দাস,আসানসোল:- আসানসোলে একটি দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। সোমবার সকালে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সেন্ট জোসেফ স্কুল প্রাইমারি সেকশনের কাছে, রেল হাসপাতাল কলোনি চত্বরে একটি দগ্ধ দেহ পাওয়া গেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একটি দগ্ধ দেহ এবং একটি সাইকেল পড়ে ছিল, কি ভাবে ঘটনা ঘটলো তার তদন্ত করছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।