তনুশ্রী চৌধুরী, কাঁকসা ১৯ বছরে পদার্পন করলো মানকর বিদ্যাসাগর মেলা।প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে মেলার আয়োজন করা হয়।
শনিবার বিকালে মানকর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। মানকর বিদ্যালয় প্রাঙ্গনে বসেছে মেলা।মেলা চলবে আগামী ৩০ তারিখ পর্যন্ত।
উদ্যোক্তারা জানিয়েছেন প্রতি বছর মেলার উদ্বোধন অনুষ্ঠানে কোনো একজন বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী কিংবা কোনো শিল্পী উপস্থিত থাকেন।এবছর উদ্বোধন অনুষ্ঠানে সর্ব ধর্মের মানুষকে নিমন্ত্রণ জানানো হয়েছিলো।
অনুষ্ঠান মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দিয়ে দেশ জুড়ে যে হানাহানির ঘটনা ঘটে চলেছে তা যাতে বন্ধ হয় সেই বার্তাই দিয়েছেন।
মেলায় বিশেষ করে নানান বই এর স্টল বসে।তার সাথে বসে নানান হস্তশিল্পের কাউন্টার।
৩০ তারিখ পর্যন্ত মেলা প্রাঙ্গনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানান সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানকরে এসেছিলেন।তার পদ ধূলি মানকরে পড়ায় মানকরের বাসিন্দারা তাকে নিয়ে গর্ব বোধ করেন।সেই বিদ্যাসাগরের নামেই মানকর বাসীর উদ্যোগে শুরু হয় মেলা।যাকে ঘিরে মানকর বাসীর মধ্যে চরম উৎসাহ দেখা যায়।