Type Here to Get Search Results !

বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে ৩জন লরি চালক কে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ



তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- বেআইনিভাবে লরিতে করে বালি পাচারের অভিযোগে ৩জন লরি চালক কে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত লরি চালক দের নাম জ্বালালুদ্দিন মন্ডল তার বাড়ি নদীয়া জেলায়, কাটোয়ার বাসিন্দা প্রদীপ সিকদার ও নদিয়ার বাসিন্দা সুকল্যান দাস।









ধৃত তিন জনকে শনিবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিন জনকে শুক্রবার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে কাঁকসার সিলামপুর এলাকা থেকে ৩টি বেআইনি বালি বোঝাই লরি আটক করে। ৩জন লরির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad