সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- ব্যাঙ্কের ঝাঁপ খুলতেই আগুন। বৃহস্পতিবার বর্ধমানের পারবীরহাটায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আগুনের ফুলকি দেখা দিতেই অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে হাত দেওয়া হয়।ব্যাঙ্ককর্মীরা তৎপর হওয়ায় আগুন ছড়াতে পারে নি।দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
ব্যাঙ্কের দেওয়ালে এসির তারে আগুন ধরে।শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।