তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- দীর্ঘ ২০ বছর পর অবশেষে দখল মুক্ত হলো দু নম্বর জাতীয় সড়কের কাঁকসার রাজবাঁধ চটি এলাকা।গত প্রায় ২০ বছর আগে জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয়।
রাস্তার মাঝেই পরে যায় বেশ কয়েকটি বসত বাড়ি।সেই সমস্ত বাড়ির মালিকরা জাতীয় সড়কের কোনো রকম প্রস্তাবে রাজি না হওয়ায়।বাধ্য হয়েই ওই বসত বাড়ি গুলির কাছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ রাখা হয়।
যার জেরে বাড়তে থাকে দুর্ঘটনা। অবশেষে শুরু হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের আইনি লড়াই।
অবশেষে আদালতের নির্দেশে জাতীয় সড়কের মধ্যে অবস্থিত বাড়ি গুলি ভাঙার কাজ শুরু করলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে বাড়ির মালিকরা কোনো কথা ক্যামেরার সামনে বলতে চান নি।
এই বিষয়ে আজ পানাগড় থেকে বর্ধমান সদরের জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন এটা কোনো রাজনৈতিক বিষয় নয়।তবে জাতীয় সড়ক হোক বা যে কোনো সড়কের উপর দিয়ে সাধারণ মানুষরাই যাতায়াত করেন।জাতীয় সরকের কাজ যত তাড়াতাড়ি শুরু হবে ততই দেশবাসীরই সুবিধা হবে।
তবে দীর্ঘ দিন পরে আটকে থাকা আজ অবশেষে সম্পন্ন হতে চলেছে তাই সেই কাজ কে স্বাগত জানিয়েছেন তিনি।