সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক যুবক।ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পানাগড়ের রেল পাড়ে।ধৃত যুবকের নাম সিকান্দর চৌধুরী।ধৃত যুবকের বাড়ি কাঁকসার ন পাড়া গ্রামে।
ধৃত যুবককে বৃহস্পতিবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবক গত বুধবার রেল পারে সবজি মন্ডি থেকে একটি মোটরসাইকেল রাস্তা দিয়ে ঠেলতে ঠেলতে যাচ্ছিল। সেই সময় এলাকাবাসীদের সন্দেহ হলে ওই যুবককে আটকে জিজ্ঞাসাবাদ করায় তার কথায় অসঙ্গতি দেখে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।।
পরে ওই মোটরসাইকেল এর মালিকের খোঁজ পাওয়ার পর মোটরসাইকেলের মালিকের অভিযোগের ভিত্তিতে বুধবার রাত্রে ওই যুবককে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ।ধৃত যুবককে বৃহস্পতিবার দুপুরে মহকুমা আদালতে পেশ করা হয়।