Type Here to Get Search Results !

বর্ধমান শহরে একটি মুরগির মাংসের দোকানে আগুনে লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো



সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বর্ধমান শহরের বাথানপাড়ায় একটি মুরগির মাংসের দোকানে আগুনে লাগার ঘটনায়  চাঞ্চল্য ছড়ালো । আগুনে পুড়ে মারা গেছে বেশ কিছু মুরগি।









দোকানের মালিক শেখ সাবির জানান; গতকাল গভীর রাতে একজন মহিলা তার বাড়িতে খবর দেন দোকানে আগুন লেগেছে। 










তারা ছুটে এসে দেখেন গোটা দোকান জ্বলছে। ভিতরে থাকা সব দেশি ও ব্রয়লার মুরগি পুড়ে গেছে। শেষ অবধি  দমকল এসে আগুন নেভায়।শেখ সাবিরের সন্দেহ কেউ শত্রুতা করেই এই কাজ করেছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad