নীলেশ দাস, আসানসোল:- আগামী ৭ ই নভেম্বর থেকে বার্নপুর ১০ নম্বর থেকে কোর্ট পর্যন্ত এই রুটে টোটো চলাচল করবে না। পুলিশের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বৃহস্পতিবার আসানসোলের (Asansol) বার্নপুরের সমস্ত টোটো চালকরা আন্দোলনে নামে।
এদিন বার্নপুরের ত্রিবেনী মোড়ে সমস্ত টোটো বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায়।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের দাবি অবিলম্বে ওই রুটে টোটো চলাচল করতে দিতে হবে।
অন্যদিকে পুলিশের তরফে একটি বৈঠক হয় সকল টোটো চালকদের সামনে। সবকিছু শুনার পর সিদ্ধান্ত হয়। অবশেষে বিক্ষোভ প্রত্যাহার করে টোটো চালকরা।
এদিন আবদুল্লাহ নামের এক টোটো চালক বলেন আমাদের এখানে পাঁচ হাজার টোটো চালক আছে। তার মধ্যে সকল টোটো চালক তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের সাথে আমরা থাকি এবং তৃণমূলকে ভোট দিয়ে তা সত্ত্বেও আজ আমাদের এখানে এই টোটো চালানো বন্ধ করে দিয়েছে।
আমাদের রোজগার যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা ঘরের সংসার চালাবো কি করে। আমার এক মাসের বাচ্চা আছে তার খাবার যোগাবো কি করে। বাধ্য হয়ে আমাদের খারাপ কাজ করতে বাধ্য হব।