তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার পানাগড় বাজারের গুরুদুয়ারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন গুরুদুয়ারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুয়ালিয়া।
তিনি শিখ ধর্মের মানুষদের সাথে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তাদের সাথে লঙ্গরখানায় খাবার খান।পানাগড় গুরুদুয়ার কমিটির উপপ্রধান বলদিপ সিং জানিয়েছেন গুরু নানকের ৫৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের জন্য লঙ্গর খোলা হয়। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে পানাগড় বাজারের সকল ধর্মের মানুষেরা যোগদান করেন।