তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড়ে সেচ খালের জলে মাছ মরে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ সোমবার থেকে বিষয়টি লক্ষ্য করা গেলেও মঙ্গলবার সকাল থেকে সেচ খালের জলে বিপুল পরিমাণে ছোট থেকে বড় সমস্ত ধরনের মাছ মৃত অবস্থায় দেখতে পেয়ে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। সেচ খালের জলে মাছ ভাসতে দেখে বহু মানুষ সেই মাছ ধরার চেষ্টা চালায়।
স্থানীয়দের অনুমান সেচ খালের জল কোনো ভাবে বিষক্রিয়া হয়ে যাওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ঘটনার খবর পেয়ে কাঁকসার মাধব মাঠে আসেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা। তিনি ঘটনাস্থল থেকেই কাঁকসা থানার আইসি কে বিষয়টি জানান।
রমন শর্মা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মাইকিং করে যাতে সেচ খালের জল কেউ ব্যবহার না করে এবং মাছ যাতে কেউ না ধরে তার প্রচার চালানো হবে। কোন জায়গা থেকে জলের বিষক্রিয়া হয়েছে তা সন্ধান চালাবে প্রশাসন। এই বিষয়ে কাঁকসা থানার আইসি তাকে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা রমন শর্মা।