সংবাদদাতা পাণ্ডবেশ্বর :- পাণ্ডবেশ্বর এর ডালুরবাঁধ থেকে খোট্টাডিহি, কেন্দ্রা যাওয়ার প্রধান রাস্তার অবস্থা দীর্ঘদিন বেহাল। এই রাস্তা দিয়ে অনবরত চলাচল করে ইসিএলের পরিবহনের গাড়ি। যার জন্য এলাকার রাস্তার ভগ্ন দশা বলে স্থানীয়দের দাবি। একই রাস্তা খানাখন্দে দিয়ে ভরা তার ওপর অনবরত ই সি এল এর গাড়ি চলাচলের জন্য ধুলোয় অতিষ্ঠ এলাকাবাসী ।
ধুলোর কারণে বেড়েছে এলাকায় দূষণ । চার নম্বর এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, ইসিএল এর পরিবহনের গাড়ি যাতায়াতের ফলে রাস্তা ভেঙেছে এবং রাস্তা ধুলোয় ভরেছে, আর যার জন্যই ব্যবসায় সমস্যা হচ্ছে তাদের। দোকানের জিনিসপত্র ধুলোয় ভরছে, কোন জিনিস দিতে গেলে খদ্দদেরকে সেই জিনিসের প্যাকেট পরিষ্কার করে দিতে হচ্ছে । আর এ কারণেই বহু খদ্দের কমেছে তাদের দোকানে এলাকার ব্যবসায়ীদের দাবি ।
ইসিএল এর পরিবহন চলাচল করে এই রাস্তার উপর দিয়ে তাই রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইসিএলেরই বলে স্থানীয়রা জানান । আগে ইসিএল মাঝেমধ্যেই ধুলোর হাত থেকে বাঁচতে রাস্তায় জল স্প্রে করতো। কিন্তু দীর্ঘ দুমাস ধরে ডালুরবাধ ৪ ন্ং রাস্তায় রাস্তায় জল বলে স্থানীয়দের দাবি।
তাই শুক্রবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা ঢালুরবান ৪ নম্বর এলাকায় ইসিএল এর পরিবহনের গাড়ি বন্ধ করে বিক্ষোভে সামিল হয়। ব্যবসায়ীদের দাবি রাস্তা যতদিন না সংস্কারের কাজ হচ্ছে ততদিন এই রাস্তায় নিয়মিত জল স্প্রে করুক ইসিয়েল কর্তৃপক্ষ, নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি স্থানীয়দের।