সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে কার্যত হিমশিম খাচ্ছেন এলাকার সাধারণ মানুষজন। পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের মিরেপোতা থেকে খণ্ডঘোষ ব্লকের ইন্দুটি পর্যন্ত রাস্তা কার্যত বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
বর্ষাকালের আগে রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু তারপর রাস্তার কাজ অসম্পূর্ণ থেকে যায় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ইন্দুটি এলাকার স্থানীয় বাসিন্দা শেখ মৈনাল ক্ষোভ প্রকাশ করে বলেন, যে কন্ট্রাকটরের আণ্ডারে কাজ হচ্ছিল তার দেখাই পাওয়া যায় না এলাকায়। ইতিমধ্যেই মাঠ জুড়ে কৃষকদের ধান পেকেছে । চলছে ধান কাটা এবং তা বোঝাই করে ঘরে তোলার কাজ।
রাস্তার দু'ধারে বিঘের পর বিঘে ধানের জমি। কিন্তু ওই রাস্তা দিয়ে ধান বোঝায় ট্রাকটর চলাচল করতে গিয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। উল্টে যাচ্ছে মোটর ভ্যান সহ বড় বড় গাড়ি। ধানের গাড়ি ঢুকলে সেই গাড়িও উল্টে গিয়ে বিপদ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
তাই দ্রুত রাস্তাটির কাজ সম্পূর্ণ করার আবেদন জানান কৃষকরা।জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু বলেন, টেণ্ডার প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে। এরপর দ্রুত কাজ শুরু হবে।