নীলেশ দাস, আসানসোল:- আসানসোল হিরাপুর থানার বার্নপুরের ডেলি মার্কেট এলাকায় উত্তেজনা।দোকানদার সঙ্গে স্থানীয়দের বচসা।পরে দোকান লক্ষ করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডেলি মার্কেটের দোকানদারদের অভিযোগ ওই এলাকার কিছু মানুষেরা মার্কেটে যখন তখন এসে গালিগালাজ করে।প্রতিবাদ করতে গেলে তারা আমাদের দোকান লক্ষ করে ইটবৃষ্টি করে।