নীলেশ দাস,আসানসোল:- আসানসোল স্টেশনে জিআরপির মানবিক মুখ।আপ হাওড়া বাঘ এক্সপ্রেস ট্রেন থেকে এক যাত্রী পড়ে যায়।তড়িঘড়ি তাকে জিআরপি পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।জানা গিয়েছে কোলকাতার বহুবাজার থেকে এক মহিলা যাত্রী তার দুই মেয়েকে বিহারের শিবান যাচ্ছিল।
আসানসোল স্টেশনে ওই মহিলার যাত্রীর এক মেয়ে ট্রেন থেকে পড়ে যায়।জিআরপির এএসআই প্রকাশ মাজি তা দেখে ওই আহত যাত্রীকে তৎক্ষণাৎ উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।এরপর ট্রেন থামিয়ে আহত যাত্রীর মাকে নামানো হয়।জিআরপির এই মানবিক মুখ দেখে আপ্লুত অনান্য যাত্রীরা।