নীলেশ দাস, আসানসোল:-আসানসোল বিশেষ সিবিআই আদালতে এলেন সিবিআই আধিকারিকরা।শনিবার কোলকাতা থেকে সিবিআই এর আধিকারিকরা আদালতে আসেন।সূত্রের খবর গরু পাচারকান্ডে তদন্তের বেশকিছু নথি সংক্রান্ত জমা করার জন্য সিবিআই আধিকারিকরা এসেছেন।গরু পাচারকান্ডে অনুব্রত মন্ডলকে ইডি গ্রেপ্তার করেছে।তাই এদিন সিবিআই আধিকারিকরা আদালতে আসেন।
ঘন্টা খানেক পর আসানসোল সিবিআই আদালত থেকে সিবিআই এর আধিকারিকরা বেরিয়ে যান। জানা গিয়েছে এদিন সিবিআই এর তিনজন আধিকারিক সিবিআই আদালতে আসেন। গরু পাচারকাণ্ডে তদন্তের স্বার্থে তারা আদালতে এসেছিলেন।
ঘন্টা খানেক থাকার পর তারা বেরিয়ে যায়। তবে আসানসোল বিশেষ সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারে বলে সূত্রে জানা গেছে। যদিও বেরোনোর সময় সিবিআই এর আধিকারিকরা কোনো মন্তব্য করেননি।