সংবাদাতা,পূর্ব বর্ধমান:- রেল চত্বর থেকে চুরি যাওয়া ২৩ টি মোবাইল তাদের মালিকদের হাতে তুলে দিল রেলপুলিশ। শুক্রবার বর্ধমান জি আর পি থানায় এক ছোট্ট অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩ জন প্রাপকের হাতে তাদের মোবাইল ফিরিয়ে দেওয়া হল। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ' ফিরে পাওয়া'।
অনুষ্ঠানে জি আর পি; ও.সি চিন্তাহরণ সিনহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে প্রাপকেরা জানান; তারা খুব খুশি। রেল পুলিশকে ধন্যবাদ জানান তারা।