তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা ব্লকের বিভিন্ন প্রান্তে বেহাল অবস্থায় রয়েছে পানীয় জলের টিউবওয়েল।কাঁকসা ব্লকের বিভিন্ন প্রান্তে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে টিউবওয়েল বেহাল হয়ে পড়ে থাকার জন্য।
এলাকায় পানীয় জলের ব্যবস্থার দাবি জানিয়ে বেহাল হওয়া টিউবওয়েল গুলি মেরামতের দাবিতে আজ দুপুরে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের কাছে ডেপুটেশন দিল বিজেপির কর্মী সমর্থকরা। এদিন বিজেপির ডেপুটেশনে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা।
রমন শর্মার অভিযোগ কাঁকসা এলাকা জুড়ে টাইমকলে পানীয় জলের পরিষেবা বন্ধ রয়েছে। যার কারণে বিভিন্ন এলাকায় একটি কিংবা দুটি টিউবয়েলের উপরেই ভরসা করে রয়েছেন এলাকার মানুষ। যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত খারাপ হয়ে পড়ে থাকা টিউবয়েল গুলি মেরামতের দাবি জানিয়েছেন তারা।