তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- লরি হাইজ্যকের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক লরি চালককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। শুক্রবার রাতে ধৃত লরি চালককে গ্রেফতার করে শনিবার সকালে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত লরি চালকের নাম প্রভাত চক্রবর্তী।তার বাড়ি ঝাড়খন্ড রাজ্যের জাম তারা এলাকায়।জানা গেছে গত সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে দুর্গাপুর থেকে একটি লরি দুর্গাপুরের বেসরকারি কারখানা থেকে লক্ষাধিক টাকার ইস্পাত নিয়ে রওনা দেয় ভিন রাজ্যের উদ্দেশ্যে।
দুর্গাপুরের বাসিন্দা সুভাষ শাহ এর অভিযোগ কাঁকসার বাঁশকোপা থেকে তার লটি হাইজ্যাক হয়ে যায় বলে তিনি লরির চালক প্রভাত চক্রবর্তীর কাছে জানতে পারেন।
চলতি মাসের গত ৫তারিখে তিনি কাঁকসা থানায় লিখিত অভিযোগ করেন।সেই অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ হাইজ্যাক হওয়া লরির চালোককে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে।