তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- তিন সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক ব্যক্তি।জানা গেছে শিশু মেটে নামের আউসগ্রামের দেবসালার বাসিন্দা পানাগর বাজারে নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন সাইকেলে করে। কাঁকসার মাস্টার পাড়ার আন্ডার পাসের কাছে হঠাৎ সাইকেল থেকে পড়ে যান। রাস্তার ওপর অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে আন্ডার পাসে কর্তব্যরত তিন সিভিক ভলেন্টিয়ার ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স এর চালক কে।
কিন্তু এম্বুলেন্স আসতে দেরি হওয়ায় সময় নষ্ট না করে তিন সিভিক ভলেন্টিয়ার দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে তাকে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই ওই ব্যক্তির চিকিৎসা শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।
সন্তু মন্ডল নামের সিভিক ভলেন্টিয়ার জানিয়েছেন তিনি এবং গৌতম দাস ও দিলীপ বিশ্বাস আন্ডার পাসের নিচে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন।তখনই ওই ব্যক্তিকে পরে থাকতে দেখে তারা ছুটে যান। তাকে উদ্ধার করে তারাই টোটো করে হাসপাতালে নিয়ে আসেন।তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।