তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বুদবুদের ডাকাতির ঘটনায় ধৃত দুজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের পর সোমবার এর মহকুমা আদালতে পেশ করল বুদবুদ থানার পুলিশ।ধৃত দুইজনকে সোমবার সকালে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এরপর তাদের মহকুমা আদালতে পেশ করা হয়।
বুদবুদ থানার পুলিশ সূত্রে জানা গেছে গত আগস্ট মাসে বুদবুদের মানকর স্টেশন সংলগ্ন এলাকায় একটি দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতির ঘটনার পর গোটা এলাকা জুড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বুদবুদ থানার পুলিশ তদন্তে নেমে গত ২১ তারিখে।
ঝাড়খন্ড থেকে মোঃ মুন্না এবং ইসরাইল আনসারী নামের দুইজনকে গ্রেফতার করে গত ২২ তারিখে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে মহকুমা আদালতের বিচারক তাদের ৬ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। এরপরই তদন্তের জন্য বুদবুদ থানার পুলিশ তাদের গত ২৮তারিখে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে নেয়। পাঁচ দিনের পুলিশি হেফাজতের পর সোমবার তাদের ফের মহকুমা আদালতে পেশ করা হয়।