তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড় শিল্প তালুক সংলগ্ন কাঁকসার আমানিডাঙ্গা এলাকার একটি জলাশয় কে গ্রামবাসীদের অধীনে রাখার দাবিতে শুক্রবার কাঁকসার বিডিওর কাছে ডেপুটেশন দিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
কাঁকসার আমানি ডাঙ্গা গ্রামের বাসিন্দাদের অভিযোগ পানাগড় শিল্প তালুকের আমানি ডাঙ্গা আদিবাসী গ্রামের কাছেই রয়েছে একটি জলাশয়। ওই জলাশয় এর উপরেই নির্ভর করে জীবন যাপন করেন প্রায় সাতটি গ্রামের মানুষ। এলাকায় জলাশয় বলতে ওই একটি জলাশয় রয়েছে।
বর্তমানে ওই জলাশয় টি একটি বেসরকারি কারখানা তাদের নিজেদের অধীনে আছে বলে দাবি করে এবং জলাশয়ের চারধারে পাঁচিল তোলা শুরু করলে রুখে দাঁড়ান আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
তারা জানিয়েছেন তারা তাদের সমস্যার কথা কাঁকসার বিডিওর কাছে জানিয়েছেন। যদি দ্রুত সমস্যা সমাধান না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার পাশাপশি তারা প্রয়োজন পড়লে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আন্দোলন শুরু করবেন।