তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বুধবার বিকাল থেকে শুরু হয় সমগ্র কাঁকসা জুড়ে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বৃষ্টিপাতের জেরে বুধবার সন্ধ্যা থেকেই জলমগ্ন হয়ে পড়ে কাঁকসার একাধিক এলাকা। পাশাপাশি বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে কাঁকসা মোল্লা পাড়ার বেশ কয়েকটি বাড়ি।বৃষ্টির জলের সাথে নিকাশি নালার জল ঢুকে পরে বাড়ির ভিতরে।ফলে সমস্যায় পড়তে হয়ে এলাকার বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিকাল থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে। যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল নিকাশি নালা দিয়ে নিষ্কাশন হতে পারেনি কারণ নিকাশী নালা দীর্ঘদিন ধরে সাফাই না হওয়ার কারণে নিকাসী নালার দিয়ে জল নিষ্কাশন না হতে পেরে সেই জল ঢুকে যায় এলাকার সমস্ত বাড়িতে।
বাড়ির ভেতরে বৃষ্টির জল ঢুকে পড়ায় বাড়ির ভেতর ঢুকে পড়ছে সাপ, ব্যাঙ সহ অন্যান্য কীটপতঙ্গ। ফলে আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে মোল্লাপাড়ার বাসিন্দাদের।