তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে কাঁকসার পলাশডাঙ্গা এলাকার ক্যানেলের ধারে। উদ্ধার হওয়া মৃতদেহের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে স্থানীয়রা মৃতদেহ টি ক্যানেলের জলে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।আশেপাশের সমস্ত থানায় এই বিষয়ে খোঁজখবর শুরু করা হয়েছে।